মোবাইল ফোন এর বাবহার( How to use Mobile Phones)

মোবাইল ফোন এর বাবহার( How to use Mobile Phones)


মোবাইল ফোন এর বাবহার
মোবাইল ফোন এর বাবহার মোবাইল ফোনের ব্যবহার করে না এ যুগে এমন কাউকে কল্পনা করা ও অর্থহীন। আসলামুআলাইকুম, M-M-A-M Digital Marketer এর পক্ষ হতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টাইটেল দেখেই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে পারে? আজকের লেখায় মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। মোবাইল ফোনের ব্যবহার করেনা এমন মানুষ খুব কম পাওয়া যায় এখন। বিনোদন, কাজ-কর্ম, যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ড ইত্যাদি সব ক্ষেত্রে মোবাইল ফোন এর ব্যবহার করা হচ্ছে । বর্তমান সময়ে একটি স্মার্টফোন ছাড়া মানুষ নিজের জীবন কল্পনাও করতে পারে না। তবে, আগেরকার দিনে মানুষ ব্যবহার করতো ছোট ছোট আকারের মোবাইল, সে সব মোবাইল ফোন কেবল কথা বলা, বার্তা প্রেরন ইত্যাদি সাধারণ কাজে ব্যবহার করা হত। কিন্তু বর্তমানে, মোবাইল ফোন বলতে মূলত সেই সকল শক্তিশালী স্মার্ট ফোন ডিভাইস গুলোকে বোঝানো হয়, যা একটি কম্পিউটার এর মতো শক্তিশালী ফোন যা দ্বারা মনোরঞ্জন, ভিডিও কলিং, টেক্সট , নোট, মাল্টিটাস্কিং, গেমিং, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি সহ প্রচুর কাজ করা সম্ভব যেগুলো মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। এটা বললে ভুল হবেনা যে, মোবাইল ফোন আজ আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে। কেননা, আমরা আমাদের মোবাইলের মাধ্যমে যে কোনো সময় যে কোনো কাজ করতে পারছি। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারে এতই ব্যপক যে তালিকা অনেক টাই বড়, যা বলে শেষ হবে না।

মোবাইল ফোনের ব্যবহার হয় কি কি কাজে তার একটি সংক্ষিপ্ত তালিকা

  • মোবাইল যোগাযোগের মাধ্যম
  • শিক্ষা ও গবেষণা
  • টেক্সট এবং নোট
  • ছবি এবং ভিডিও
  • বিনোদন
  • জিপিএস (GPS)
  • ইন্টারনেট
  • মাল্টিটাস্কিং
  • গেমিং
  • ভিডিও কলিং
  • মোবাইল ব্যাংকিং
  • লাইভ টিভি
  • মোবাইল দিয়ে ইনকাম
  • এপ্লিকেশন (apps)
  • অনলাইন শপিং
  • রিচার্জ এবং বিল পেমেন্ট
  • রিমোট ওয়ার্কিং (Remote working)
  • খবর (news)
  • টর্চলাইট (Flash light)
  • চিকিৎসা সেবা

শিক্ষা ও গবেষণায় মোবাইল ফোনের ব্যবহার


আমরা জানি বর্তমান সময়ে নতুন নতুন কোন কিছু শিখার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে মোবাইল এর ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। আজকাল যেকোনো নতুন জিনিস শিখতে চাইলে আমরা আমাদের মোবাইলে ইন্টারনেট সংযোগ করে ভিডিও বা আর্টিকেল দেখে সেটা শিখার চেষ্টা করি বা সে বিষয়ে জ্ঞান অন্বেষণ করে থাকি।

নিতুন কিছু জানতে, সে বিষয়ে গবেষণা করার ক্ষেত্রে মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার করে স্কুল এবং কলেজে মোবাইলে ভিডিও কলিং এর মাধ্যমে অনলাইন ক্লাস করেও পড়ালেখা করা সম্ভব হচ্ছে।

অনলাইন ক্লাস করা ছাড়াও কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইলের মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যাবস্থা করে ও পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই, এখনকার শিক্ষার্থীদের জন্যেও মোবাইল ফোন একটি অনেক গুরুত্বপূর্ণ ডিভাইস হিসেবে গ্রহণীয় হয়ে উঠেছে। তাই আজকাল শিক্ষা ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার অপরিহার্য্য ভুমিকা পালন করছে।

যদিও এর কিছু নেতিবাচক প্রভাব রয়েছে, তবে মোবাইল ফোনের সঠিক ব্যবহার করতে হবে।

ছবি এবং ভিডিও রেকর্ডে এ মোবাইল ফোনের ব্যবহার

সুন্দর সুন্দর ছবি তোলা এবং ভিডিও রেকর্ড বর্তমান সময়ে আমাদের সকলের কাছে অনেক শখের বা আনন্দের এবং প্রয়োজনীয় বিষয় হয়েছে দাঁড়িয়েছে। এমন কি আমাদের মাঝে প্রতিযোগিতা করে ফেলি কে কত সুন্দর করে ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারি।

কেননা, আমাদের হাতে একটি স্মার্টফোন থাকলে এর মাধ্যমে আমরা DSLR এর মতোই স্পষ্ট এবং হাই কোয়ালিটি সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারছি। তাই, আজ প্রফেশনাল সুন্দর সুন্দর ছবি তুলার জন্য এবং প্রফেশনাল ভিডিও রেকর্ড করার জন্য আমাদের একটি স্মার্টফোন যথেষ্ট ।

এছাড়া, ছবি বা ভিডিও ক্যাপচার করার পরে এগুলো ইমেইল,ম্যাসেজিং, ব্লুটুথ বা ইন্টারনেট এ বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েব সাইটে অন্যান্য ব্যক্তিদের সাথে শেয়ার করতে পারি খুব সহজেই। এসব ফটো এবং ভিডিও গুলোকে প্রফেশনাল ভাবে এডিট করতেও আমরা মোবাইলের ব্যবহার করতে পারি।

এখনকার আধুনিক স্মার্টফোন গুলোতে দারুন হাই কোয়ালিটি ক্যামেরা দেওয়া হয়েছে যার ফলে লোকেরা আজ ডিজিটাল ক্যামেরা কি সেটা ভুলেই যেতে বসেছে।

No comments:

Post a Comment

Pages